সন্ধ্যাসংগীত

                 মোরে ফেলে গেল,

        কাতর নয়নে চেয়ে রহিলাম কত --

                সাথে না লইল।

 

 

       তাই প্রাণ গাহে শুধু, কাঁদে শুধু, কহে শুধু,

              “ মোরে ফেলে গেল,

         সকলেই মোরে ফেলে গেল,

                সকলেই চলে গেল গো। ”

 

 

         একবার ফিরে তারা চেয়েছিল কি?

                  বুঝি চেয়েছিল।

          একবার ভুলে তারা কেঁদেছিল কি?

                  বুঝি কেঁদেছিল।

                  বুঝি ভেবেছিল --

         লয়ে যাই -- নিতান্ত কি একেলা কাঁদিবে?

                 তাই বুঝি ভেবেছিল।

                 তাই চেয়েছিল।

                 তার পরে? তার পরে!

                 তার পরে বুঝি হেসেছিল।

         একফোঁটা অশ্রুবারি মুহূর্তেই শুকাইল।

               তার পরে? তার পরে!

                         চলে গেল।

               তার পরে? তার পরে!

ফুল গেল, পাখি গেল, আলো গেল, রবি গেল,

              সবই গেল, সবই গেল গো --

                 হৃদয় নিশ্বাস ছাড়ি কাঁদিয়া কহিল ,

             “ সকলেই চলে গেল গো,

              আমারেই ফেলে গেল গো। ”