সন্ধ্যাসংগীত
    জগতের অধরেতে হাসির জোছনা ফুটে,
    চোখেতে সকলি ঠেকে বসন্তহিল্লোলময় ,
    হৃদয়ের শিরে শিরে শোণিত সতেজে বয় --
    তা নয়, একি এ হল, একি এ জর্জর মন!  
    হাসিহীন দু অধর, জ্যোতিহীন দু নয়ন!  
    দূরে যাও, দূরে যাও, হৃদয় রে দূরে যাও --
     ভূলে যাও, ভুলে যাও, ছেলেখেলা ভুলে যাও।
    দূর করো, দূর করো, বিকৃত এ ভালোবাসা --
    জীবনদায়িনী   নহে, এ যে গো হৃদয়নাশা।