মহুয়া

             পূর্ণের দান স্মরি।

অলস ভোগের গ্লানি সে ঘুচায়,

মৃত্যুর স্নানে কালিমা মুছায়,

চিরপুরাতনে করে উজ্জ্বল

             নূতন চেতনা ভরি।

 

নিত্যকালের মায়াবী আসিছে

             নব পরিচয় দিতে।

নবীন রূপের অপরূপ জাদু

             আনিবে সে ধরণীতে।

লক্ষ্মীর দান নিমেষে উজাড়ি

নির্ভয় মনে দূরে দেয় পাড়ি,

নব বর সেজে চাহে লক্ষ্মীরে

             ফিরে জয় করে নিতে।

 

বাঁধন ছেঁড়ার সাধন তাহার,

             সৃষ্টি তাহার খেলা।

দস্যুর মতো ভেঙেচুরে দেয়

             চিরাভ্যাসের মেলা।

মূল্যহীনেরে সোনা করিবার

পরশপাথর হাতে আছে তার,

তাই তো প্রাচীন সঞ্চিত ধনে

             উদ্ধত অবহেলা।

 

বলো ‘ জয় জয় ', বলো ‘ নাহি ভয় ' ;

             কালের প্রয়াণপথে

আসে নির্দয় নবযৌবন

             ভাঙনের মহারথে।

চিরন্তনের চঞ্চলতায়

কাঁপন লাগুক লতায় লতায়,

থরথর করি উঠুক পরান

             প্রান্তরে পর্বতে।