পলাতকা

          ঘুরে বেড়ায় তেমনি নানান ছলে।

              ওরে ওরে বুঝে নিলেম আজ

                   ফুরোয় নি মোর কাজ।

আমার রাজা, আমার সখা, আমার বাছা, আজো

                   কত সাজেই সাজো।

          নতুন হয়ে আমার বুকে এলে,

        চিরদিনের সহজ পথটি আপনি খুঁজে পেলে।

আবার আমার লেখার সময় টেবিল গেল নড়ে,

               আবার হঠাৎ উলটে পড়ে

                   দোয়াত হল খালি,

          খাতায় পাতায় ছড়িয়ে গেল কালি।

          আবার কুড়োই ঝিনুক শামুক নুড়ি

          গোলা নিয়ে আবার ছোঁড়াছুঁড়ি।

           আবার আমার নষ্ট সময় ভ্রষ্ট কাজে

               উলটপালট গন্ডগোলের মাঝে

                   ফেলাছড়া-ভাঙাচোরার ' পর

আমার প্রাণের চির - বালক নতুন করে বাঁধল খেলাঘর

          বয়সের এই দুয়ার পেয়ে খোলা।

               আবার বক্ষে লাগিয়ে দোলা

এল তার দৌরাত্ম্য নিয়ে এই ভুবনের চিরকালের ভোলা।