শিশু

             তুই প্রভাতের আলোর সমবয়সী —

                     তুই জগতের স্বপ্ন হতে

                    এসেছিস আনন্দ - স্রোতে

               নূতন হয়ে আমার বুকে বিলসি।

 

                      নির্নিমেষে তোমায় হেরে

                       তোর রহস্য বুঝি নে রে,

              সবার ছিলি আমার হলি কেমনে।

                        ওই দেহে এই দেহ চুমি

                        মায়ের খোকা হয়ে তুমি

                মধুর হেসে দেখা দিলে ভুবনে।

 

                    হারাই হারাই ভয়ে গো তাই

                      বুকে চেপে রাখতে যে চাই,

                  কেঁদে মরি একটু সরে দাঁড়ালে।

                      জানি না কোন্‌ মায়ায় ফেঁদে

                           বিশ্বের ধন রাখব বেঁধে

               আমার এ ক্ষীণ বাহু দুটির আড়ালে। '