কথা

                   সব তুমি তুলে লও —

                   কথা কও, কথা কও।

          তুমি জীবনের পাতায় পাতায়

                   অদৃশ্য লিপি দিয়া

          পিতামহদের কাহিনী লিখিছ

                   মজ্জায় মিশাইয়া।

          যাহাদের কথা ভুলেছে সবাই

          তুমি তাহাদের কিছু ভোল নাই,

          বিস্মৃত যত নীরব কাহিনী

                   স্তম্ভিত হয়ে বও।

          ভাষা দাও তারে হে মুনি অতীত,

                   কথা কও, কথা কও।