কথা

আলাপে প্রলাপে হাসি - উচ্ছ্বাসে

      আকাশ উঠিল আকুলি।

 

 

স্নান সমাপন করিয়া যখন

      কূলে উঠে নারী সকলে

মহিষী কহিলা, ‘ উহু! শীতে মরি,

সকল শরীর উঠিছে শিহরি,

জ্বেলে দে আগুন ওলো সহচরী —

      শীত নিবারিব অনলে।'

 

 

সখীগণ সবে কুড়াইতে কুটা

          চলিল কুসুমকাননে।

কৌতুকরসে পাগলপরানী

শাখা ধরি সবে করে টানাটানি,

সহসা সবারে ডাক দিয়া রানী

          কহে সহাস্য আননে —

 

 

‘ ওলো তোরা আয়! ওই দেখা যায়

          কুটির কাহার অদূরে,

ওই ঘরে তোরা লাগাবি অনল,

তপ্ত করিব করপদতল ' —

এত বলি রানী রঙ্গ বিভল

          হাসিয়া উঠিল মধুরে।

 

 

কহিল মালতী সকরুণ অতি,

          ‘ একি পরিহাস রানীমা!

আগুন জ্বালায়ে কেন দিবে নাশি?

এ কুটির কোন্‌ সাধু সন্ন্যাসী