কথা

ইঙ্গিতে তাঁর সাধুরে সভার বাহির করিল দ্বারী,

বিনয়ে কবীর চলিল কুটিরে সঙ্গে লইয়া নারী।

 

পথমাঝে ছিল ব্রাহ্মণদল, কৌতুকভরে হাসে —

শুনায়ে শুনায়ে বিদ্রূপবাণী কহিল কঠিন ভাষে।

তখন রমণী কাঁদিয়া পড়িল সাধুর চরণমূলে —

কহিল, ‘ পাপের পঙ্ক হইতে কেন নিলে মোরে তুলে!

কেন অধমারে রাখিয়া দুয়ারে সহিতেছ অপমান! '

কহিল কবীর, ‘ জননী, তুমি যে আমার প্রভুর দান।'