কথা

          দিল্লিপ্রাসাদকূটে

হোথা বারবার বাদশাজাদার

           তন্দ্রা যেতেছে ছুটে।

কাদের কণ্ঠে গগন মন্থে,

          নিবিড় নিশীথ টুটে —

কাদের মশালে আকাশের ভালে

          আগুন উঠেছে ফুটে!

 

 

 

          পঞ্চনদীর তীরে

ভক্তদেহের রক্তলহরী

          মুক্ত হইল কি রে!

          লক্ষ বক্ষ চিরে

ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষীসমান

           ছুটে যেন নিজনীড়ে।

          বীরগণ জননীরে

রক্ততিলক ললাটে পরালো

          পঞ্চনদীর তীরে।

 

 

          মোগল - শিখর রণে

          মরণ - আলিঙ্গনে

কণ্ঠ পাকড়ি ধরিল আঁকড়ি

          দুইজনা দুইজনে।

দংশনক্ষত শ্যেনবিহঙ্গ

          যুঝে ভুজঙ্গ - সনে।

          সেদিন কঠিন রণে

‘ জয় গুরুজির' হাঁকে শিখ বীর

          সুগভীর নিঃস্বনে।

মত্ত মোগল রক্তপাগল

          ‘ দীন্‌ দীন্‌' গরজনে।