কথা

‘ শিখাতে পারি কেমনে মাথা

          লুটিয়া পড়ে ভূমি - ’পর।’

হাসিয়া কহে সিরহিপতি,

‘ এমন যেন না হয় মতি

ভয়েতে কারে করিব নতি,

          জানি নে কভু ভয় - ডর।’

এতেক বলি দাঁড়ালো রাজা

          কৃপাণ - ’পরে করি ভর।

 

 

বাদশা ধরি সুরতানেরে

          বসায়ে নিল নিজপাশ —

কহিলা, ‘ বীর, ভারত - মাঝে

          কী দেশ - ’পরে তব আশ?’

কহিলা রাজা, ‘ অচলগড়

দেশের সেরা জগৎ - ’পর।’

সভার মাঝে পরস্পর

          নীরবে উঠে পরিহাস।

বাদশা কহে, ‘ অচল হয়ে

          অচলগড়ে করো বাস।’