কথা

রাজা এসে আপন করে

দিবেন ভেঙে ধূলির ’পরে,

নইলে শুধু কথার তরে

      হবেন আত্মঘাতী!’

মন্ত্রী দিল চিতোর - মাঝে

      নকল কেল্লা পাতি।

 

 

কুম্ভ ছিল রানার ভৃত্য

      হারাবংশী বীর,

হরিণ মেরে আসছে ফিরে

      স্কন্ধে ধনু তীর।

খবর পেয়ে কহে, ‘ কে রে

নকল বুঁদি কেল্লা মেরে

হারাবংশী রাজপুতেরে

      করবে নতশির !

নকল বুঁদি রাখব আমি

      হারাবংশী বীর।’

 

 

মাটির কেল্লা ভাঙতে আসেন

      রানা মহারাজ ।

‘ দূরে রহো’ কহে কুম্ভ,

      গর্জে যেন বাজ —

‘ বুঁদির নামে করবে খেলা

সইবে না সে অবহেলা,

নকল গড়ের মাটির ঢেলা

      রাখব আমি আজ ।’

কহে কুম্ভ, ‘ দূরে রহো

      রানা মহারাজ ।’