সোনার তরী
   বসন-আঁচল বুকেতে টানিয়া লয়ে
   হেসে চলে যাও আশার অতীত হয়ে।

   আমরা বৃহৎ অবোধ ঝড়ের মতো
            আপন আবেগে ছুটিয়া চলিয়া আসি।
   বিপুল আঁধারে অসীম আকাশ ছেয়ে
      টুটিবারে চাহি আপন হৃদয়রাশি। 
   তোমরা বিজুলি হাসিতে হাসিতে চাও,
   আঁধার ছেদিয়া মরম বিঁধিয়া দাও,
   গগনের গায়ে আগুনের রেখা আঁকি
  চকিতে চরণে চলে যাও দিয়ে ফাঁকি।

   অযতনে বিধি গড়েছে মোদের দেহ,
            নয়ন অধর দেয় নি ভাষায় ভরে।
   মোহন মধুর মন্ত্র জানি নে মোরা,
            আপনা প্রকাশ করিব কেমন করে?
   তোমরা কোথায় আমরা কোথায় আছি,
   কোনো সুলগনে হব না কি কাছাকাছি।
   তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাবে,
   আমরা দাঁড়ায়ে রহিব এমনি ভাবে!