মানসী
   দশজনাতে যুক্তি ক’রে
   দেশের যারা মুক্তি করে,
   কাঁপায় ধরা বসিয়া ঘরে,
        তাদের আমি নই।
   ‘জাতীয়’ শোকে সবাই জুটে
   মরিছে যবে মাথাটা কুটে,
   দশ দিকেতে উঠিছে ফুটে
        বক্তৃতার খই—
   হয়তো আমি শয্যা পেতে
   মুগ্ধহিয়া আলস্যেতে
   ছন্দ গেঁথে নেশায় মেতে
        প্রেমের কথা কই।
   শুনিয়া যত বীরশাবক
   দেশের যাঁরা অভিভাবক
   দেশের কানে হস্ত হানে,
        ফুকারে হৈ-হৈ!

 

   চাহি না আমি অনুগ্রহ-
        বচন এত শত।
   ‘ওজস্বিতা’ ‘উদ্দীপনা’
        থাকুক আপাতত।
   পষ্ট তবে খুলিয়া বলি—
   তুমিও চলো আমিও চলি,
   পরস্পরে কেন এ ছলি
        নির্বোধের মতো?

 

    ঘরেতে ফিরে খেলো গে তাস,
   লুটায়ে ভুঁয়ে মিটায়ে আশ
   মরিয়া থাকো বারোটি মাস
        আপন আঙিনায়।
   পরের দোষে নাসিকা গুঁজে