ছবি ও গান
ধরণীরে ছুঁয়ে যেন              পা দুখানি ভেসে যায়,
            কুসুমের স্রোত বহে যায়,
কুসুমেরে ফেলে রেখে             খেলাধুলা ভুলে গিয়ে
            মায়ামুগ্ধ বসন্তের বায়।
 
ওরে কিছু শুধাইলে                বুঝি রে নয়ন মেলি
            দু দণ্ড নীরবে চেয়ে রবে,
অতুল অধর দুটি                 ঈষৎ টুটিয়ে বুঝি
            অতি ধীরে দুটি কথা কবে।
আমি কি বুঝি সে ভাষা,          শুনিতে কি পাব বাণী
             সে যেন কিসের প্রতিধ্বনি —
মধুর মোহের মতো                  যেমনি ছুঁইবে প্রাণ
           ঘুমায়ে সে পড়িবে অমনি।
 
হৃদয়ের দূর হতে             সে যেন রে কথা কয়
           তাই তার অতি মৃদুস্বর,
বায়ুর হিল্লোলে তাই             আকুল কুমুদসম
           কথাগুলি কাঁপে থর থর।
 
কে তুমি গো উষাময়ী,          আপন কিরণ দিয়ে
           আপনারে করেছ গোপন,
রূপের সাগর-মাঝে             কোথা তুমি ডুবে আছ
           একাকিনী লক্ষ্মীর মতন!
ধীরে ধীরে ওঠো দেখি,          একবার চেয়ে দেখি
           স্বর্ণজ্যোতি-কমল-আসন,
সুনীল সলিল হতে                ধীরে ধীরে উঠে যথা
           প্রভাতের বিমল কিরণ।
সৌন্দর্যকোরক টুটে             এস গো বাহির হয়ে
           অনুপম সৌরভের প্রায়,
আমি তাহে ডুবে যাব            সাথে সাথে বহে যাব
           উদাসীন বসন্তের বায়।