সোনার তরী

      নিশ্চল নীরবতা।

দূরে গেলে তবু, একা

     সে শিখর যায় দেখা —

চিত্তগগনে আঁকা থাকে তার

    নিত্যনীহাররেখা।