স্মরণ

         সম্মুখে অনন্ত লোক,

        যেতে হবে যেথা হোক —

অকূল আকুল শোক     দুলে রে,

ধায় কোন্‌ দূর স্বর্ণ -      কূলে রে।

 

আঁকড়ি থেকো না অন্ধ     ধরণী,

খুলে দে খুলে দে বন্ধ     তরণী।

       অশান্ত পালের'পরে

       বায়ু লাগে হাহা করে

দূরে তোর থাক্‌ পড়ে      ধরণী।

আর না রাখিস রুদ্ধ      তরণী।