কড়ি ও কোমল

     মিছে     পরশিয়া কায় বায়ু বহে যায়,

                   বহে যমুনার লহরী,

     কেন      কুহু কুহু পিক কুহরিয়া ওঠে —

                    যামিনী যে ওঠে শিহরি।

     ওগো     যদি নিশিশেষে আসে হেসে হেসে,

                    মোর হাসি আর রবে কি!

     এই       জাগরণে ক্ষীণ বদন মলিন

                   আমারে হেরিয়া কবে কী!

     আমি      সারা রজনীর গাঁথা ফুলমালা

                   প্রভাতে চরণে ঝরিব,

     ওগো     আছে সুশীতল যমুনার জল —

                   দেখে তারে আমি মরিব।