পরিশেষ

                   আপনারে নাহি জানে।

          প্রাণহীন সম্মানে

      উজ্জ্বল রঙে রঙকরা তুমি ঢেলা —

      তোমার জীবন সাজানো পুতুল

                   স্থূল মিথ্যার খেলা।

      আপনি রয়েছ আড়ষ্ট হয়ে

         আপনার অভিশাপে,

                   নিশ্চল তুমি নিজ গর্বের চাপে।

          সহজ প্রাণের মান নিয়ে যারা

                   মুক্ত ভুবনে ফিরে

          মরিবার আগে তাদের পরশ

                   লাগুক তোমার শিরে।