পূরবী
                   যে দূতগুলি গগনপারের,
                   আমার ঘরের রুদ্ধ দ্বারের
         বাইরে দিয়েই ফিরে ফিরে যায়,
                   আজ হয়েছে খোলাখুলি
                   তাদের সাথে কোলাকুলি
         মাঠের ধারে পথতরুর ছায়।
                   কী ভুল ভুলেছিলেম, আহা,
                   সব চেয়ে যা নিকট তাহা
         সুদূর হয়ে ছিল এতদিন;
                   কাছেকে আজ পেলেম কাছে—
                   চার দিকে এই যে ঘর আছে
         তার দিকে আজ ফিরল উদাসীন।