শিশু

          শূন্য প’ড়ে বিছানা,

কার তরে সে কেঁদে মরে—

          সে কল্পনা মিছা না।

বইগুলো সব ছড়িয়ে আছে,

          নাম লেখা তায় কার গো।

এম্‌নি তারা রবে কি হায়,

          খুলবে না কেউ আর গো।

এটা আছে সেটা আছে

          অভাব কিছু নেই তো—

স্মরণ করে দেয় রে যারে

          থাকে নাকো সেই তো।