১০

হে প্রিয়, আজি এ প্রাতে

              নিজ হাতে

          কী তোমারে দিব দান।

              প্রভাতের গান?

       প্রভাত যে ক্লান্ত হয় তপ্ত রবিকরে

         আপনার বৃন্তটির ’পরে ;

            অবসন্ন গান

                   হয় অবসান।

    

হে বন্ধু কী চাও তুমি দিবসের শেষে

              মোর দ্বারে এসে।

         কী তোমারে দিব আনি।

              সন্ধ্যাদীপখানি?

  এ-দীপের আলো এ যে নিরালা কোণের,

                 স্তব্ধ ভবনের।

  তোমার চলার পথে এরে নিতে চাও জনতায়?

                এ যে হায়

        পথের বাতাসে নিবে যায়।

 

কী মোর শকতি আছে তোমারে যে দিব উপহার।

                হোক ফুল, হোক-না গলার হার,

                       তার ভার

              কেনই বা সবে,

                       একদিন যবে

              নিশ্চিত শুকাবে তারা ম্লান ছিন্ন হবে।

  নিজ হতে তব হাতে যাহা দিব তুলি

          তারে তব শিথিল অঙ্গুলি

              যাবে ভুলি—

  ধূলিতে খসিয়া শেষে হয়ে যাবে ধূলি।

 

              তার চেয়ে যবে