লক্ষ্যশূন্য

রথীরে কহিল গৃহী উৎকণ্ঠায় ঊর্ধ্বস্বরে ডাকি,

‘ থামো থামো, কোথা তুমি রুদ্রবেগে রথ যাও হাঁকি,

সম্মুখে আমার গৃহ। ' রথী কহে, ‘ ওই মোর পথ,

ঘুরে গেলে দেরি হবে, বাধা ভেঙে সিধা যাবে রথ। '

গৃহী কহে, ‘ নিদারুণ ত্বরা দেখে মোর ডর লাগে,

কোথা যেতে হবে বলো। ' রথী কহে, ‘ যেতে হবে আগে। '

‘ কোন্‌খানে ' শুধাইল। রথী বলে, ‘ কোনোখানে নহে —

শুধু আগে। ' ‘ কোন্‌ তীর্থে, কোন্‌ সে মন্দিরে ' গৃহী কহে।

‘ কোথাও না, শুধু আগে। ' ‘ কোন্‌ বন্ধু-সাথে হবে দেখা। '

‘ কারো সাথে নহে, যাব সব-আগে আমি মাত্র একা। '

ঘর্ঘরিত রথবেগে গৃহভিত্তি করি দিল গ্রাস ;

হাহাকারে, অভিশাপে, ধূলিজালে ক্ষুভিল বাতাস

সন্ধ্যার আকাশে। আঁধারের দীপ্ত সিংহদ্বার-বাগে

রক্তবর্ণ অস্তপথে ছোটে রথ লক্ষ্যশূন্য আগে।