পূরবী
তখন তোমার নিবিড় বেদন নিবেদনের জ্বালবে শিখা।
            অমৃত যে হয় নি মথন,
            তাই তোমাতে এই অযতন;
তাই তোমারে ঘিরে আছে ছলন-ছায়ার কুহেলিকা।
নিত্যকালের আপন তোমায় লুকিয়ে বেড়ায় মিথ্যা সাজে,
ক্ষণে ক্ষণে ধরা পড়ে শুধু আমার স্বপন-মাঝে।
            আমি জানি সত্য তাই—
মরণ-দুঃখে অমর জাগে, অমৃতেরই তত্ত্ব তাই।

 

পুষ্পমালার গ্রন্থিখানা অনাদরে পড়ুক ছিঁড়ে,
ফুরাক বেলা, জীর্ণ খেলা হারাক হেলাফেলার ভিড়ে।
            ছল করে যা পিছু ডাকে
           পিছন ফিরে চাস নে তাকে,
ডাকে না যে যাবার বেলায় যাস নে তাহার পিছে পিছে।
            যাওয়া- আসা-পথের ধুলায়
            চপল পায়ের চিহ্নগুলায়
গ’নে গ’নে আপন মনে কাটাস নে দিন মিছে মিছে।
কী হবে তোর বোঝাই করে ব্যর্থ দিনের আবর্জনা;
স্বপ্ন শুধুই মর্তে অমর, আর সকলই বিড়ম্বনা।
            নিত্য প্রাণের সত্য তাই—
প্রাণ দিয়ে তুই রচিস যারে, অসীম পথের পথ্য তাই।