পূরবী
  সমুদ্রে আমার তরী;
  আসিয়াছি ছিন্ন করি
        তীরের আশ্রয়।
  ঝড় বন্ধু তাই কানে
  মাঙ্গল্যের মন্ত্র আনে—
        ‘জয়, জয়, জয়।’

 

  আমি-যে সে প্রচণ্ডেরে
        করেছি বিশ্বাস—
  তরীর পালে সে যে রে
        রুদ্রেরই নিশ্বাস।
  বলে সে বক্ষের কাছে,
  ‘আছে আছে, পার আছে,
সন্দেহবন্ধন ছিঁড়ি লহো পরিচয়।’
  বলে ঝড় অবিশ্রান্ত,
  ‘তুমি পান্থ, আমি পান্থ—
           জয়, জয়, জয়।’

 

  যায় ছিঁড়ে, যায় উড়ে—
  বলেছিলি মাথা খুঁড়ে,
        ‘এ দেখি প্রলয়।’
  ঝড় বলে, ‘ভয় নাই,
  যাহা দিতে পারো তাই
        রয়, রয়, রয়।’

 

চলেছি সম্মুখ-পানে
        চাহিব না পিছু।
  ভাসিল বন্যার টানে
        ছিল যত কিছু।
  রাখি যাহা তাই বোঝা—
  তারে খোওয়া, তারে খোঁজা,
নিত্যই গণনা তারে, তারি নিত্য ক্ষয়।