৩৮

সর্বদেহের ব্যাকুলতা কী বলতে চায় বাণী,

     তাই আমার এই নূতন বসনখানি।

নূতন সে মোর হিয়ার মধ্যে দেখতে কি পায় কেউ।

              সেই নূতনের ঢেউ

অঙ্গ বেয়ে পড়ল ছেয়ে নূতন বসনখানি।

দেহ-গানের তান যেন এই নিলেম বুকে টানি।

 

আপনাকে তো দিলেম তারে, তবু হাজার বার

     নূতন করে দিই যে উপহার ।

চোখের কালোয় নূতন আলো ঝলক দিয়ে ওঠে,

              নূতন হাসি ফোটে,

তারি সঙ্গে, যতনভরা নূতন বসনখানি

অঙ্গ আমার নূতন করে দেয়-যে তারে আনি।

 

চাঁদের আলো চাইবে রাতে বনছায়ার পানে

     বেদন-ভরা শুধু চোখের গানে।

মিলব তখন বিশ্বমাঝে আমরা দোঁহে একা,

              যেন নূতন দেখা।

তখন আমার অঙ্গ ভরি নূতন বসনখানি

পাড়ে পাড়ে ভাঁজে ভাঁজে করবে কানাকানি।

 

ওগো, আমার হৃদয় যেন সন্ধ্যার ই আকাশ,

     রঙের নেশায় মেটে না তার আশ,

তাই তো বসন রাঙিয়ে পরি কখনো বা ধানী,

কখনো জাফরানী,

আজ তোরা দেখ্‌ চেয়ে আমার নূতন বসনখানি

বৃষ্টি-ধোওয়া আকাশ যেন নবীন আস্‌মানী।

 

অকূলের এই বর্ণ, এ-যে দিশাহারার নীল,

     অন্য পারের বনের সাথে মিল।

আজকে আমার সকল দেহে বইছে দূরের হাওয়া