৪৩

     ভাবনা নিয়ে মরিস কেন খেপে।

          দুঃখ-সুখের লীলা

     ভাবিস এ কি রইবে বক্ষে চেপে

          জগদ্দলন-শিলা।

     চলেছিস রে চলাচলের পথে

     কোন্‌ সারথির উধাও মনোরথে?

     নিমেষতরে যুগে যুগান্তরে

          দিবে না রাশ ঢিলা।

 

     শিশু হয়ে এলি মায়ের কোলে,

          সেদিন গেল ভেসে।

     যৌবনেরি বিষম দোলার দোলে

          কাটল কেঁদে হেসে।

     রাত্রে যখন হচ্ছিল দীপ জ্বালা

     কোথায় ছিল আজকে দিনের পালা।

      আবার কবে কী সুর বাঁধা হবে

          আজকে পালার শেষে।

 

     চলতে যাদের হবে চিরকালই

          নাইকো তাদের ভার।

     কোথা তাদের রইবে থলি-থালি,

          কোথা বা সংসার।

     দেহযাত্রা মেঘের খেয়া বাওয়া,

     মন তাহাদের ঘূর্ণা-পাকের হাওয়া ;

     বেঁকে বেঁকে আকার এঁকে এঁকে

          চলছে নিরাকার।

 

     ওরে পথিক, ধর্‌-না চলার গান,

          বাজা রে একতারা।

     এই খুশিতেই মেতে উঠুক প্রাণ—

          নাইকো কূল-কিনারা।