পূরবী
                যে সুন্দর বসেছিল মোর পাশে এসে
                           ক্ষণিকের ক্ষীণ ছদ্মবেশে,
                             যে চিরমধুর
         দ্রুতপদে চলে গেল নিমেষের বাজায়ে নূপুর
         প্রলয়ের অন্তরালে গাহে তারা অনন্তের সুর।
                              চোখের জলের মতো
               একটি বর্ষণে যারা হয়ে গেছে গত,
             চিত্তের নিশীথ রাত্রে গাঁথে তারা নক্ষত্রমালিকা—
             অনির্বাণ আলোকেতে সাজায় অক্ষয় দীপালিকা।