প্রহাসিনী

তার পর দুপুর অবধি

না ক্ষীর, না ছানা সর দধি,

             ছুঁই নেকো কোফতা কাবাব।

নিজের এ দশা ভেবে ভেবে

বুক যায় সাত হাত নেবে,

             কারে বা জানাই মনোভাব।

 

করছি নে exaggerate —

কিছু আছে সত্য নিরেট,

             কবিত্ব সেও অল্প না।

বিরহ যে বুকে ব্যথা দাগে

সাজিয়ে বলতে গেলে লাগে

             পনেরো-আনাই কল্পনা।

অতএব এই চিঠি-পাঠে

পরান তোমার যদি ফাটে

             খুব বেশি রবে না প্রমাণ।

চিঠির জবাব দেব যবে

ভাষা ভরে দিয়ো হাহারবে

             কবি-নাতনির রেখো মান।

 

            পুনশ্চ

 

বাড়িয়ে বলাটা ভালো নয়

যদি কোনো নীতিবাদী কয়

             কোস্‌ তারে, “ অতিশয় উক্তি —

মসলার যোগে যথা রান্না,

আবদারে ছল ক’রে কান্না,

             নাকি সুর-যোগে যথা যুক্তি।

ঝুমকোর ফুল ফোটে ডালে,

চোরেও চায় না কোনোকালে,

             কানে ঝুমকোর ফুল দামি।

কৃত্রিম জিনিসেরই দাম,