প্রহাসিনী

ঠোঁটে নাকে চিম্‌টি খাকে হমারা বহুৎ মুস্কিল!

এদিকে আবার party হোতা খেল্‌নেকোবি যাতা,

জিম্‌খানামে হিম্‌ঝিম্‌ এবং থোড়া বিস্কুট খাতা।

তুম ছাড়া কোই সম্‌জে না তো হম্‌রা দুরাবস্থা,

বহির তেরি বহুৎ merry খিল্‌খিল্‌ কর্কে হাস্তা!

চিঠি লিখিও মাকে দিও বহুৎ বহুৎ সেলাম,

আজকের মতো তবে বাবা বিদায় হোকে গেলাম।


পত্র

সৃষ্টি-প্রলয়ের তত্ত্ব

      লয়ে সদা আছ মত্ত,

           দৃষ্টি শুধু আকাশে ফিরিছে ;

গ্রহতারকার পথে

      যাইতেছ মনোরথে,

           ছুটিছ উল্কার পিছে পিছে ;

হাঁকায়ে দু-চারিজোড়া

      তাজা পক্ষিরাজ-ঘোড়া

           কলপনা গগনভেদিনী

তোমারে করিয়া সঙ্গী

      দেশকাল যায় লঙ্ঘি,

           কোথা প ' ড়ে থাকে এ মেদিনী।

সেই তুমি ব্যোমচারী

      আকাশ-রবিরে ছাড়ি

           ধরার রবিরে কর মনে —

ছাড়িয়া নক্ষত্র গ্রহ

      একি আজ অনুগ্রহ

           জ্যোতির্হীন মর্তবাসী জনে।

ভুলেছ ভুলেছ কক্ষ,

      দূরবীন ভ্রষ্টলক্ষ্য,

           কোথা হতে কোথায় পতন।

ত্যজি দীপ্ত ছায়াপথে