গীতিমাল্য
ভোরের বেলা জেগেছিলেম
  দেখেছিলেম কারে।

 

সেদিন চলে যেতে যেতে
           চমক লাগে।
মনে হল বনের কোণে
          হাওয়াতে কার গন্ধ জাগে।
পথের বাঁকে বটের ছায়ে
  গেল কে যে চপল-পায়ে
চকিতে মোর নয়ন দুটি
           ভরিয়ে অরুণ-রাগে।
সেদিন চলে যেতে যেতে
           মনে হল কেমন লাগে।

 

এত দিনের পথ হারালেম
          এক নিমেষে;
জানি নে তো কোথায় এলেম
         একটু পথের বাইরে এসে।
দিনের পরে কেটেছে দিন
পথে পথে বিরামহীন।
জানি নে তো চলেছিলেম
         হেন অচিন দেশে।
চিরকালের জানাশোনা
         ঘুচল এক নিমেষে।

 

রইল পড়ে পসরা মোর
          পথের পাশে।
চারি দিকের আকাশ আজি
          দিক্‌-ভোলানো হাসি হাসে।
সকল-জানার বুকের মাঝে
দাঁড়িয়েছিল অজানা যে