সেঁজুতি

             সে ডাকিছে — মিথ্যাশঙ্কা-নাগপাশ ঘুচাও ঘুচাও,

মরণেরে যে কালিমা লেপিয়াছি সে তুমি মুছাও ;

                    গম্ভীর অভয়মূর্তি মরণের

          তব কলধ্বনিমাঝে গান ঢেলে দিক তরণের

                   এ জন্মের শেষ ঘাটে ;

                             নিরুদ্দেশ যাত্রীর ললাটে

                                       স্পর্শ দিক আশীর্বাদ তব,

                নিক সে নূতন পথে যাত্রার পাথেয় অভিনব ;

                   শেষ দণ্ডে ভরে দিক তার কান

         অজানা সমুদ্রপথে তব নিত্য-অভিসার-গান।