ভানুসিংহ ঠাকুরের পদাবলী

      ধরইল বালিক হাত।

সখি লো, সখি লো, বোল ত সখি লো,

        যত দুখ পাওল রাধা

  নিঠুর শ্যাম কিয়ে আপন মনমে

        পাওল তছু কছু আধা?

হাসয়ি হাসয়ি নিকটে আসয়ি

          বহুত স প্রবোধ দেল,

হাসয়ি হাসয়ি পলটয়ি চাহয়ি

          দূর দূর চলি গেল।

অব সো মথুরাপুরক পন্থমে,

          ইঁহ যব রোয়ত রাধা,

মরমে কি লাগল তিলভর বেদন,

          চরণে কি তিলভর বাধা?

বরখি আঁখিজল ভানু কহে — অতি

          দুখের জীবন ভাই।

হাসিবার তর সঙ্গ মিলে বহু,

          কাঁদিবার কো নাই।