ছড়া

মুখ ভেংচিয়ে হেড্‌মাস্টার

               মন্তুরে করে ঠাট্টা।

চিন্তামণির কয়লাখনির

               কুলির ইন্‌ফ্লুয়েঞ্জা;

বিরিঞ্চিদের খাজাঞ্চি ওই

               চণ্ডীচরণ সেন-জা।

শিলচরে হায় কিলচড় খায়

               হস্টেলে যত ছাত্র;

হাজি মোল্লার দাঁড়িমাল্লার

               বাকি একজন মাত্র।

দাওয়াইখানায় শিঙাড়া বানায়,

               উচ্চিংড়েটা লাফ দেয়;

কনেস্টেবল পেতেছে টেব্‌ল্‌

               খুদিরে চায়ের কাপ দেয়।

গুবরেপোকার লেগেছে মড়ক,

               তুবড়ি ছোটায় পঞ্চু;

ন্যায়রত্নের ঘাড়ের উপর

               কাকাতুয়া হানে চঞ্চু।

সিরাজগঞ্জে বিরাট মিটিং,

               তুলো-বের-করা বালিশ;

বংশু ফকির ভাঙা চৌকির

               পায়াতে লাগায় পালিশ।

রাবণের দশ মুণ্ডে নেমেছে

                বকুনি ছাড়ায়ে মাত্রা;

নেড়ানেড়ি দলে হরি-হরি বলে,

               শেষ হল রামযাত্রা।