চিত্রবিচিত্র
                   বক উড়ে যায় চ ' লে।
           বিদ্যুৎকম্পনে
           দেখছি ক্ষণে ক্ষণে
           মন্দিরের ওই চূড়া
                   অন্ধকারের কোলে।
 
গৃহস্থ কে ঘরে,
           খোলো দুয়ারখানা।
পান্থ পথের'পরে,
           পথ নাহি তার জানা।
নামে বাদল-ধারা,
লুপ্ত চন্দ্র তারা,
বাতাস থেকে থেকে
      আকাশকে দেয় হানা।