বীথিকা

                   ফিরে দিলে সে কবিরে।

          গোপনে জাগালে সুরের বেদনা

                   বাজে বীনা যে গভীরে।

প্রিয় - হাত হতে পরো পুষ্পের হার,

দয়িতের গলে করো তুমি আরবার

                   দানের মাল্যদান।

নিজেরে সঁপিলে প্রিয়ের মূল্যে

                   করিয়া মূল্যবান।