কবিতা
      সম্পদ বিপদ সুখ,
      হরষ বিষাদ দুখ,
  কিছুই না জানিতিস্‌ সে কি পড়ে মনে?
সে-এক সুখের দিন হয়ে গেছে শেষ,
       যখন মানবগণ,
       করে নাই নিরীক্ষণ,
তোর সেই সুদুর্গম অরণ্যপ্রদেশ।
       না বিতরি গন্ধ হায়,
       মানবের নাসিকায়
বিজনে অরণ্যফুল, যাইত শুকায়ে
তপনকিরণ-তপ্ত মধ্যাহ্নের বায়ে।
সে এক সুখের দিন হয়ে গেছে শেষ।

২৩
সেইরূপ রহিল না কেন চিরকাল!
       না দেখি মনুষ্যমুখ
        না জানিয়া দুঃখসুখ
না করিয়া অনুভব মান অপমান।
       অজ্ঞান শিশুর মত
       আনন্দে দিবস যেত,
সংসারের গোলমালে থাকিয়া অজ্ঞান।
 
তা হলে তো ঘটিত না এ-সব জঞ্জাল!
সেইরূপ রহিলি না কেন চিরকাল?
       সৌভাগ্যে হানিল বাজ,
       তা হলে তো তোরে আজ
অনাথা ভিখারীবেশে কাঁদিতে হত না?
       পদাঘাতে উপহাসে,
       তা হলে তো কারাবাসে
সহিতে হত না শেষে এ ঘোর যাতনা।