চিত্রবিচিত্র

           ভীষণ শব্দে দিগ্‌দিগন্ত থর্‌থরিয়ে

ঘূর্ণিধুলা নৃত্য করে অম্বরেতে,

       ঝঞ্ঝাহাওয়া হুংকারিয়া বেড়ায় মেতে,

           ধূসর রাত্রি লাগল যেন দিগ্‌বিদিকে।

 

গন্ধমাদন উড়ল হনুর পৃষ্ঠে চেপে,

       লাগল হনুর লেজের ঝাপট আকাশ ব্যেপে —

           অন্ধকারে দন্ত তাহার ঝিকিমিকে।