বিচিত্রিতা

রইল তোমার সকল গানের সাথে

                   ভোলা নামের ধুয়া।

রেখে গেলেম সকল প্রিয়হাতে

                   এক নিমেষের ছুঁয়া।

        মোর বিরহ সব মিলনের তলে

        রইল গোপন স্বপন-অশ্রুজলে —

                   মোর আঁচলের হাওয়া

         আজ রাতে ওই কাহার নীলাঞ্চলে

                   উদাস হয়ে ধাওয়া ”।