বাল্মীকিপ্রতিভা
পঞ্চম দৃশ্য
বাল্মীকি।     জীবনের কিছু হল না হায়—
হল না গো হল না হায় হায়!
গহনে গহনে কত আর ভ্রমিব,নিরাশার এ আঁধারে?
শূন্য হৃদয় আর বহিতে যে পারি না,
পারি না গো পারি না আর।
কী লয়ে এখন ধরিব জীবন,দিবসরজনী চলিয়া যায়—
দিবসরজনী চলিয়া যায়—
কত কী করিব বলি কত উঠে বাসনা,
কী করিব জানি না গো!
সহচর ছিল যারা, ত্যেজিয়া গেল তারা। ধনুর্বাণ ত্যেজেছি,
কোনো আর নাহি কাজ—
কী করি কী করি বলি হাহা করি ভ্রমি গো—
কী করিব জানি না যে!

 

ব্যাধগণের প্রবেশ
 প্রথম ব্যাধ। দেখ্‌ দেখ্‌, দুটো পাখি বসেছে গাছে।
দ্বিতীয় ব্যাধ। আয় দেখি চুপি চুপি আয় রে কাছে।
 প্রথম ব্যাধ। আরে ঝট্‌ করে এই বারে ছেড়ে দে রে বাণ।
দ্বিতীয় ব্যাধ। রোস‍্ রোস‍্ আগে আমি করি রে সন্ধান।
   বাল্মীকি। থাম্‌ থাম্‌,কী করিবি বধি পাখিটির প্রাণ!
দুটিতে রয়েছে সুখে,মনের উল্লাসে গাহিতেছে গান।
 প্রথম ব্যাধ। রাখো মিছে ও-সব কথা,
কাছে মোদের এসো নাকো হেথা।
চাই নে ও-সব শাস্তর কথা, সময় বহে যায় যে।
  বাল্মীকি। শোনো শোনো মিছে রোষ করো না।
     ব্যাধ। থামো থামো ঠাকুর, এই ছাড়ি বাণ।
একটি ক্রৌঞ্চকে বধ
বাল্মীকি। মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ,
যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতম্‌।