স্ফুলিঙ্গ
১৬

খেলার খেয়াল বশে কাগজের তরী

স্মৃতির খেলনা দিয়ে দিয়ে গেনু ভরি।

যদি ঘাটে গিয়ে ঠেকে প্রভাতবেলায়

তুলে নিয়ো তোমাদের প্রাণের খেলায়।


১৭

পূর্বের দিগন্তমূলে

অপূর্বের ললাটের পর

পশ্চিম প্রান্তের রবি

আশিসিল প্রসারিয়া কর।


১৮

নিরুদ্দেশ

শ্রীমান দিলীপকুমারের উদ্দেশে—

বহুদিন কেন তব সহাস্য

দেখি নি অমল কমল আস্য,

তব মুখ হতে স্বরসুধাস্রোতে

শুনি নি সরস ভাবের ভাষ্য!

 

কেন যে তোমার এ ঔদাস্য

অবশ্য ক ' রে লিখো লিখো মোরে

কারণটা যদি হয় প্রকাশ্য।

 

সুহৃজ্জনের বিস্মরণের—

মন হতে তারে নিঃসারণের—

চর্চায় আজি হলে তুমি রাজি

এ কথা নেহাত অবিশ্বাস্য।