স্ফুলিঙ্গ
৫৫

খাতাভরা পাতা তুমি ভোজে দিলে পেতে

আমারে ধরেছ এসে দিতে হবে খেতে।

ভাঁড়ার হয়েছে খালি ; দই আর জলে

মিশোল ক ' রে যা হয় কী তাহারে বলে?

ক্ষুধিতেরে ফাঁকি দেওয়া ছিল না ব্যবসা,

বিধাতা দিয়েছে ফাঁকি তাই এই দশা।


৫৬

পথে যবে চলি মোর ছায়া পড়ে লুটায়ে,

ধরণী কখনো তারে রাখে না তো উঠায়ে।

খাতা কেন ভরো যত উড়ো কথাগুলোতে,

মুক্তি লভুক তারা, মিলে যাক ধুলোতে।


৫৭

অস্তসিন্ধু পার হয়ে

এল মোর বিদায় বারতা,

এ ছবিতে রয়ে গেল

' মনে রেখো ' এই দুটি কথা।


৫৮

আপনারে তুমি লুকাবে কেমন করে

হে তাপসী বিভাবরী,

হেরো তারাগুলি তব নীরবতা ভ ' রে

দিতেছে প্রকাশ করি।