তৃতীয় ভাগ
থাকে তবে ক্রিয়া কেবল মাত্র প্রধান কর্তার অনুযায়ী হইবে। উল্লিখিত উদাহরণে or, either-or, neither-nor স্থলে এইগুলি বসাইয়া বুঝাইতে হইবে।

৬। or, either-or, neither-nor, with, in addition to, as well as দিয়া অনুবাদ করো–

    হয় ছেলেটি নয় মেয়েটি উপস্থিত ছিল। সেও আসছে না তার ভাইও আসছে না। ছালা-সুদ্ধ শস্যের ওজন এক মণ। সিংহ এবং ব্যাঘ্র মাংস খায়। জিনিষপত্রসুদ্ধ বাড়িটা পুড়িয়া গেছে। শিকারি তাহার কুকুর- দল লইয়া শিয়াল শিকার করিতেছে। তিনিও সন্তুষ্ট হন নাই, আমিও হই নাই। আমার মা কিম্বা আমার দিদি নিশ্চয় আসবেন। দিন ক্ষণ কিছুই স্থির হয় নাই।

৭। ভুল সংশোধন কর–

Ignorance or negligence have been the cause of his ruin. There were neither honesty nor decency in his conduct. Haste or folly are his faults. Neither Holland nor France are rich in minerals. Either Ram or his brother were present. The man with all his faults were loved. The cat as well as the dog are white. The house with furniture are worth a thousand rupees.


CHAPTER IV
DEGREES OF COMPARISON
LESSON I

The book is large. The new book is larger than the old one. The dictionary is the largest of all.

The boy's knife is sharp. The doctor's lancet is sharper than the knife. The razor is the sharpest of all.

The river is broader than the broad carriage drive.

The Ganges is the largest river in India.

Ram is tall. No boy is taller than Ram. Ram is the tallest boy in his class.

We have never had any batch lazier than the present. Vishma was one of the greatest warriors of his age.

Exercise

১। অনুবাদ কর।

২। large, larger, largest প্রভৃতির অর্থের পার্থক্য ও কোথায় কোন্‌টি ব্যবহৃত হইবে তাহা বুঝাইতে হইবে। r, er, দিয়া Comparative এবং st, est, দিয়া Superlative হয়, এবং Comparative এর পরে than এবং Superlative এর আগে the হয়, ইহা ছাত্রদিগকে বাহির করিতে হইবে। Comparative, Superlative এর অর্থ।

৩। অনুবাদ করো–