চোরাই ধন

সুনেত্রা বললে, “ না, কিছু দেরি হয় নি। আজ রাত্রে তোমাকে এখানেই খেয়ে যেতে হবে। ”

একেই তো বলে প্রশ্রয়।

সেই রাত্রে আমার ঠিকুজি-সংশোধনের সমস্ত বিবরণ সুনেত্রাকে শোনালেম। সে বলে উঠল, “ না বললেই ভালো করতে। ”

“ কেন। ”

“ এখন থেকে কেবলই ভয়ে ভয়ে থাকতে হবে। ”

“ কিসের ভয়। বৈধব্যযোগের? ”

অনেকক্ষণ চুপ করে রইল সুনি। তার পরে বললে, “ না, করব না ভয়। আমি যদি তোমাকে ফেলে আগে চলে যাই তা হলে আমার মৃত্যু হবে দ্বিগুণ মৃত্যু। ”