রাজা ও রানী

যাক চলে, যেথা গিয়ে সুখী হয় তারা।

[ প্রস্থান
দেবদত্তের সহিত সুমিত্রার প্রবেশ

   সুমিত্রা।  আমি এ রাজ্যের রানী — তুমি মন্ত্রী বুঝি?

    মন্ত্রী।  প্রণাম জননী! দাস আমি। কেন মাতঃ,

অন্তঃপুর ছেড়ে আজ মন্ত্রগৃহে কেন?

   সুমিত্রা।  প্রজার ক্রন্দন শুনে পারি নে তিষ্ঠিতে

অন্তঃপুরে। এসেছি করিতে প্রতিকার।

    মন্ত্রী।  কী আদেশ মাতঃ?

‌   সুমিত্রা।                   বিদেশী নায়ক

এ রাজ্যে যতেক আছে করহ আহ্বান

মোর নামে ত্বরা করি।

    মন্ত্রী।                          সহসা আহ্বানে

সংশয় জন্মিবে মনে, কেহ আসিবে না।

    সুমিত্রা। মানিবে না রানীর আদেশ?

   দেবদত্ত।                      রাজা রানী

ভুলে গেছে সবে। কদাচিৎ জনশ্রুতি

শোনা যায়!

    সুমিত্রা।         কালভৈরবের পূজোৎসবে

করো নিমন্ত্রণ। সেদিন বিচার হবে।

গর্বে অন্ধ দণ্ড যদি না করে স্বীকার

সৈন্যবল কাছাকাছি রাখিয়ো প্রস্তুত।

[ প্রস্থান

  দেবদত্ত।  কাহারে পাঠাবে দূত?

     মন্ত্রী।                       ত্রিবেদী ঠাকুরে।

নির্বোধ সরলমন ধার্মিক ব্রাহ্মণ,

তার 'পরে কারো আর সন্দেহ হবে না।

  দেবদত্ত।  ত্রিবেদী সরল? নির্বুদ্ধিই বুদ্ধি তার,

সরলতা বক্রতার নির্ভরের দণ্ড।