রাজা ও রানী

    সুমিত্রা।  ধিক‍্ এ অভাগা রাজ্য, হতভাগ্য প্রজা!

ধিক‍্ আমি, এ রাজ্যের রানী!

[ প্রস্থান

বিক্রমদেব।                           দেবদত্ত,

বন্ধুত্বের এই পুরস্কার? বৃথা আশা!

রাজার অদৃষ্টে বিধি লেখে নি প্রণয় ;

ছায়াহীন সঙ্গীহীন পর্বতের মতো

একা মহাশূন্যমাঝে দগ্ধ উচ্চ শিরে

প্রেমহীন নীরস মহিমা — ঝঞ্ঝাবায়ু

করে আক্রমণ, বজ্র এসে বিঁধে, সূর্য

রক্তনেত্রে চাহে — ধরণী পড়িয়া থাকে

চরণ ধরিয়া। কিন্তু ভালোবাসা কোথা!

রাজার হৃদয় সেও হৃদয়ের তরে

কাঁদে। হায় বন্ধু, মানবজীবন লয়ে

রাজত্বের ভান করা শুধু বিড়ম্বনা।

দম্ভ-উচ্চ সিংহাসন চূর্ণ হয়ে গিয়ে

ধরা-সাথে হোক সমতল, একবার

হৃদয়ের কাছাকাছি পাই তোমাদের।

বাল্যসখা, রাজা ব'লে ভুলে যাও মোরে,

একবার ভালো করে করো অনুভব

বান্ধবহৃদয়ব্যথা বান্ধবহৃদয়ে।

  দেবদত্ত।  সখা, এ হৃদয় মোর জানিয়ো তোমার।

কেবল প্রণয় নয়, অপ্রণয় তব

সেও আমি সব' অকাতরে, রোষানল

লব বক্ষ পাতি — যেমন অগাধ সিন্ধু

আকাশের বজ্র লয় বুকে।

বিক্রমদেব।                           দেবদত্ত,

সুখনীড়মাঝে কেন হানিছ বিরহ?

সুখস্বর্গমাঝে কেন আনিছ বহিয়া

হাহাধ্বনি?

  দেবদত্ত।         সখা, আগুন লেগেছে ঘরে,

আমি শুধু এনেছি সংবাদ — সুখনিদ্রা