বিসর্জন

আমি! আছে বুদ্ধি, আছে ধর্ম, আছ প্রভু,

আছেন দেবতা।

গোবিন্দমাণিক্য।                   তবে ফেলো অস্ত্র তব।

চাঁদপাল, তুমি হলে সেনাপতি, দুই

পদ রহিল তোমার। সাবধানে সৈন্য

লয়ে মন্দির করিব রক্ষা।

চাঁদপাল।                          যে আদেশ

মহারাজ!

গোবিন্দমাণিক্য।           নয়ন, তোমার অস্ত্র দাও

চাঁদপালে।

নয়নরায়।                     চাঁদপালে? কেন মহারাজ!

এ অস্ত্র তোমার পূর্ব রাজপিতামহ

দিয়েছেন আমাদের পিতামহে। ফিরে

নিতে চাও যদি, তুমি লও। স্বর্গে আছ

তোমরা হে পিতৃপিতামহ। সাক্ষী থাকো

এতদিন যে রাজবিশ্বাস পালিয়াছ

বহু যত্নে, সাগ্নিকের পুণ্য অগ্নি-সম,

যার ধন তারি হাতে ফিরে দিনু আজ

কলঙ্কবিহীন।

চাঁদপাল।             কথা আছে ভাই!

নয়নরায়।                              ধিক্‌!

চুপ করো! মহারাজ, বিদায় হলেম।

[ প্রণামপূর্বক প্রস্থান

গোবিন্দমাণিক্য।   ক্ষুদ্র স্নেহ নাই রাজকাজে। দেবতার

কার্যভার তুচ্ছ মানবের 'পরে, হায়

কী কঠিন!

রঘুপতি।     এমনি করিয়া ব্রহ্মশাপ

ফলে, বিশ্বাসী হৃদয় ক্রমে দূরে যায়,

ভেঙে যায় দাঁড়াবার স্থান।

জয়সিংহের প্রবেশ

জয়সিংহ।                               আয়োজন

হয়েছে পূজার। প্রস্তুত রয়েছে বলি।