বিসর্জন

কহিলেন রঘুপতি অন্তরাল হতে,

পরিচিত স্বর।

জয়সিংহ।                           কহিলেন রঘুপতি?

অন্তরাল হতে? — নহে নহে, আর নহে!

কেবলি সংশয় হতে সংশয়ের মাঝে

নামিতে পারি নে আর! যখনি কূলের

কাছে আসি, কে মোরে ঠেলিয়া দেয় যেন

অতলের মাঝে! সে যে অবিশ্বাস-দৈত্য!

আর নহে! গুরু হোক কিম্বা দেবী হোক,

একই কথা! —

 

ছুরিকা উন্মোচন।. . ছুরি ফেলিয়া

 

        ফুল নে মা! নে মা! ফুল নে মা!

পায়ে ধরি, শুধু ফুল নিয়ে হোক তোর

পরিতোষ! আর রক্ত না মা, আর রক্ত

নয়! এও যে রক্তের মতো রাঙা, দুটি

জবাফুল! পৃথিবীর মাতৃবক্ষ ফেটে

উঠিয়াছে ফুটে, সন্তানের রক্তপাতে

ব্যথিত ধরার স্নেহ-বেদনার মতো।

নিতে হবে! এই নিতে হবে! আমি

নাহি ডরি তোর রোষ। রক্ত নাহি দিব!

রাঙা তোর আঁখি! তোল্‌ তোর খড়্গ! আন্‌

তোর শ্মশানের দল! আমি নাহি ডরি।

[ গোবিন্দমাণিক্যের প্রস্থান

এ কী হল হায়! দেবী, গুরু যাহা ছিল

এক দণ্ডে বিসর্জন দিনু — বিশ্বমাঝে

কিছু রহিল না আর!

রঘুপতির প্রবেশ

 

রঘুপতি।                             সকল শুনেছি

আমি। সব পণ্ড হল। কী করিলি, ওরে