বিসর্জন

মদ্যপান


মনোভাব যতক্ষণ

মনে থাকে, ততক্ষণ দেখায় বৃহৎ —

কার্যকালে ছোট হয়ে আসে, বহু বাষ্প

গলে গিয়ে একবিন্দু জল। কিছুই না,

শুধু মুহূর্তের কাজ। শুধু শীর্ণশিখা

প্রদীপ নিবাতে যতক্ষণ! ঘুম হতে

চকিতে মিলায়ে যাবে গাঢ়তর ঘুমে

ওই প্রাণরেখাটুকু — শ্রাবণনিশীথে

বিজুলিঝলক-সম, শুধু বজ্র তার

চিরদিন বিঁধে রবে রাজদম্ভ-মাঝে।

এসো এসো যুবরাজ, ম্লান হয়ে কেন

বসে আছে এক পাশে — মুখে কথা নেই,

হাসি নেই, নির্বাপিতপ্রায়! এসো, পান

করি আনন্দসলিল।

নক্ষত্ররায়।                           অনেক বিলম্ব

হয়ে গেছে। আমি বলি, আজ থাক্‌। কাল

পূজা হবে।

রঘুপতি।                 বিলম্ব হয়েছে বটে। রাত্রি

শেষ হয়ে আসে।

নক্ষত্ররায়।                         ওই শোনো পদধ্বনি।

রঘুপতি।     কই? নাহি শুনি।

নক্ষত্ররায়।                    ওই শোনো, ওই দেখো

আলো।

রঘুপতি।             সংবাদ পেয়েছে রাজা! আর তবে

এক পল দেরি নয়। জয় মহাকালী!

খড়্গ উত্তোলন

 

গোবিন্দমাণিক্য ও প্রহরীগণের প্রবেশ

রাজার নির্দেশক্রমে প্রহরীর দ্বারা রঘুপতি ও নক্ষত্ররায় ধৃত হইল

গোবিন্দমাণিক্য।   নিয়ে যাও কারাগারে, বিচার হইবে।