নাট্যগীতি
৩২
             ভালো যদি বাস, সখী, কী দিব গো আর—
                কবির হৃদয় এই দিব উপহার॥
           এত ভালোবাসা, সখী,   কোন্‌ হৃদে বলো দেখি—
             কোন্‌ হৃদে ফুটে এত ভাবের কুসুমভার॥
           তা হলে এ হৃদিধামে  তোমারি তোমারি নামে
             বাজিবে মধুর স্বরে মরমবীণার তার।
           যা-কিছু গাহিব গান  ধ্বনিবে তোমারি নাম—
             কী আছে কবির বলো, কী তোমারে দিব আর॥