মায়ার খেলা
               আপন সৌরভে সারা,
               যেন   আপনার মন আপনার প্রাণ আপনারে সঁপিয়াছি। স্বরলিপি           
      অশোক।    ভালোবেসে দুখ সেও সুখ,   সুখ নাহি আপনাতে।
  প্রমদা ও সখীগণ।   না না না, সখা, মোরা   ভুলি নে ছলনাতে।
        কুমার।    মন দাও দাও, দাও সখী, দাও পরের হাতে।
  প্রমদা ও সখীগণ।   না না না, সখা, মোরা   ভুলি নে ছলনাতে।
       অশোক।   সুখের শিশির নিমেষে শুকায়, সুখ চেয়ে দুখ ভালো–
                আনো   সজল বিমল প্রেম ছলছল নলিননয়নপাতে।
  প্রমদা ও সখীগণ।   না না না, সখা, মোরা   ভুলি নে ছলনাতে।
         কুমার।   রবির কিরণে ফুটিয়া নলিনী আপনি টুটিয়া যায়,
                সুখ পায় তায় সে।
                চির   কলিকাজনম কে করে বহন চিরশিশিররাতে।
  প্রমদা ও সখীগণ।   না না না, সখা, মোরা    ভুলি নে ছলনাতে। স্বরলিপি
         অমর।   ওই কে গো হেসে চায়, চায় প্রাণের পানে।
                গোপন হৃদয়তলে   কী জানি কিসের ছলে
                আলোক হানে।
                এ প্রাণ নূতন ক'রে কে যেন দেখালে মোরে,
                বাজিল মরমবীণা নূতন তানে।
                এ পুলক কোথা ছিল,   প্রাণ ভরি বিকশিল–
                তৃষাভরা তৃষাহরা এ অমৃত কোথা ছিল।
                কোন্‌ চাঁদ হেসে চাহে,   কোন্‌ পাখি গান গাহে,
                কোন্‌ সমীরণ বহে লতাবিতানে॥ স্বরলিপি
         প্রমদা।   দূরে দাঁড়ায়ে আছে,
                কেন আসে না কাছে।
                ওলো   যা, তোরা যা সখী, যা শুধা গে
                ওই   আকুল অধর আঁখি কী ধন যাচে।
        সখীগণ।   ছী, ওলো ছী, হল কী, ওলো সখী।
         প্রথমা।   লাজবাঁধ কে ভাঙিল,   এত দিনে শরম টুটিল।
        তৃতীয়া।   কেমনে যাব, কী শুধাব।
         প্রথমা।   লাজে মরি, কী মনে করে পাছে।
         প্রমদা।   ওলো   যা, তোরা যা সখী, যা শুধা'গে
                ওই   আকুল অধর আঁখি কী ধন যাচে॥ স্বরলিপি